Skip to main content

Radical monk stirs hatred against Rohingya Muslims

Radical Myanmarese monk Ashin Wirathu

A radical Myanmarese monk is adopting new measures to intensify a hate campaign against the Rohingya Muslims in the Southeast Asian country.

Speaking at an indoor stadium in the Sri Lankan capital, Colombo, on Sunday, leader of the 969 Movement, Ashin Wirathu, announced a partnership with a hardline Sri Lankan Buddhist group to build a front against Muslims.

"Today, Buddhism is in danger. We need hands to be firmly held together if we hear alarm bells ringing," he said, adding, "I'd like to announce that 969 and I will" cooperate "with Sri Lanka's Bodu Bala Sena to protect Buddhists all round the world."

The remarks come as thousands of Myanmar’s Rohingya Muslims could face indefinite detention under a new government plan that requires them to either accept ethnic reclassification and register as Bengalis or be detained.

Under the draft plan, authorities in the restive Rakhine State will have to construct temporary camps for those Rohingya Muslims who refuse to register as immigrants from neighboring Bangladesh.

Those Rohingyas who do not have adequate documents will be also sent to the detention camps.

The United Nations recognizes the Rohingya Muslims living in Myanmar’s Rakhine State as one of the world’s most persecuted communities.

Rohingya Muslims in Myanmar have faced torture, neglect, and repression since the country’s independence in 1948.

The Myanmar government has been repeatedly criticized by human rights groups for failing to protect the Rohingya Muslims.

Source: Press TV

Comments

Popular posts from this blog

রোহিঙ্গা শরণার্থীদের কোনো ভবিষ্যৎ নেই

বাংলাদেশের আশ্রয়শিবিরে বসবাসকারী রোহিঙ্গা শরণার্থীদের কোনোই ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন রোহিঙ্গা বিষয়ক আইনজীবী রাজিয়া সুলতানা। তিনি এই আশ্রয়শিবিরকে চিড়িয়াখানার সঙ্গে তুলনা করেছেন এবং রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য একটি উপযুক্ত কৌশল নির্ধারণের আহ্বান জানিয়েছেন। কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্টারন্যাশনাল ওমেন অব কারেজ এওয়ার্ড (আইডব্লিউসিএ) পুরস্কার পান রাজিয়া সুলতানা। সাহসিকতা দেখানোর জন্য সারা বিশ্ব থেকে বাছাই করা ১০ জন নারীকে এ পুরস্কার দেয়া হয়।  রাজিয়া সুলতানার একটি সাক্ষাৎকার নিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তাতে তিনি রোহিঙ্গাদের পরিণতি নিয়ে হতাশা প্রকাশ করেন। রাজিয়া সুলতানা বলেন, মিয়ানমারের মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে আশার অভাব রয়েছে। ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের সেনাবাহিনীর নৃশংস নির্যাতনের ফলে তারা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। রাজিয়া সুলতানা বলেন, এই আশ্রয় শিবিরে যত বেশি সময় শরণার্থীরা থাকবেন ততই পরিস্থিতির অবনতি ঘটতে থাকবে। ওই সাক্ষাৎকারে তিনি আরো বলেন, হ্যাঁ, এ কথা সত্য যে, শরণার্থীরা খাবার পাচ্ছে। কিন...

Refugee Poem

The Refugee   I suffered.                From violence And discrimination.                                 Fear in children’s eyes                             Tearing my heart.      I anguished                         Brain tortured, Heart bleeding guts screaming. Not daring.   I thirsted.                       For trust given, received.                             I hungered.                                 For freedom                  ...

Burma camp for Rohingyas 'dire' - Valerie Amos

Muslim Rohingya people in Mayebon Internally Displaced Persons (IDP) camp in Mayebon township in the western Myanmar Rakhine state on November 1, 2012 The UN's top humanitarian official has said conditions for displaced Burmese Muslim Rohingyas are "dire", and called on Burma to improve them. Valerie Amos made the comments after visiting camps in Rakhine state. More than 135,000 people displaced during six months of ethnic conflict are living in camps in the state, the vast majority of them Rohingyas.