Skip to main content

Maulana arrested by Nasaka in Maungdaw


Maungdaw, Arakan State:  A Maulana (religious leader) was arrested by Nasaka    (Burma’s border security force) on April 15, while he was crossing the Ywet Nyo Daung bridge of Maungdaw north, over the allegation that he was a smuggler, said a close friend of the victim.

“The victim was identified as—Maulana Salay Ahmed (32). Son of Noor Ahmed hailed from Wet Pyin village under the Powet Chaung village tract of Nasaka area No.5 of Maungdaw Township.”

On that day, in the evening, he went to Kyet Yoe Pyin market after crossing the said village which is situated nearby Nasaka camp No.12. At that time, the Nasaka personnel from the camp halted him from going to market and accused him that he was a smuggler. So he was detained in the camp, said a local businessman.

Though the arrestee frequently asked the Nasaka personnel that he is not a smuggler and he is a religious teacher of an Arabic school.  But Nasaka did not take any attention to the arrestee.

“It is deliberate action against the Rohingya religious teacher. They know very well that he is not a smuggler, but they want money and to insult religious leader,” said a local youth.

However, on 16 April, he was released after paying Kyat 400,000 to the Nasaka officer, a close relative of the victim said preferring not to be named.

“This is not small money. After selling his mother’s ornament, his relatives managed this money,” said the relative.

The Nasaka personnel of Ywet Nyo Daung Nasaka camp give harassment to the Rohingya travelers from neighboring villagers while crossing the said bridge. They sometimes loot the goods from the passengers, a village elder said.

President Thein Sein’s quasi-civilian government is changing some matters in central Burma, but not change anything in the ethnic areas, especially in Rohingya and Kachin areas, said a politician from Maungdaw.

Comments

Popular posts from this blog

রোহিঙ্গা শরণার্থীদের কোনো ভবিষ্যৎ নেই

বাংলাদেশের আশ্রয়শিবিরে বসবাসকারী রোহিঙ্গা শরণার্থীদের কোনোই ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন রোহিঙ্গা বিষয়ক আইনজীবী রাজিয়া সুলতানা। তিনি এই আশ্রয়শিবিরকে চিড়িয়াখানার সঙ্গে তুলনা করেছেন এবং রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য একটি উপযুক্ত কৌশল নির্ধারণের আহ্বান জানিয়েছেন। কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্টারন্যাশনাল ওমেন অব কারেজ এওয়ার্ড (আইডব্লিউসিএ) পুরস্কার পান রাজিয়া সুলতানা। সাহসিকতা দেখানোর জন্য সারা বিশ্ব থেকে বাছাই করা ১০ জন নারীকে এ পুরস্কার দেয়া হয়।  রাজিয়া সুলতানার একটি সাক্ষাৎকার নিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তাতে তিনি রোহিঙ্গাদের পরিণতি নিয়ে হতাশা প্রকাশ করেন। রাজিয়া সুলতানা বলেন, মিয়ানমারের মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে আশার অভাব রয়েছে। ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের সেনাবাহিনীর নৃশংস নির্যাতনের ফলে তারা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। রাজিয়া সুলতানা বলেন, এই আশ্রয় শিবিরে যত বেশি সময় শরণার্থীরা থাকবেন ততই পরিস্থিতির অবনতি ঘটতে থাকবে। ওই সাক্ষাৎকারে তিনি আরো বলেন, হ্যাঁ, এ কথা সত্য যে, শরণার্থীরা খাবার পাচ্ছে। কিন...

Refugee Poem

The Refugee   I suffered.                From violence And discrimination.                                 Fear in children’s eyes                             Tearing my heart.      I anguished                         Brain tortured, Heart bleeding guts screaming. Not daring.   I thirsted.                       For trust given, received.                             I hungered.                                 For freedom                  ...

Burma camp for Rohingyas 'dire' - Valerie Amos

Muslim Rohingya people in Mayebon Internally Displaced Persons (IDP) camp in Mayebon township in the western Myanmar Rakhine state on November 1, 2012 The UN's top humanitarian official has said conditions for displaced Burmese Muslim Rohingyas are "dire", and called on Burma to improve them. Valerie Amos made the comments after visiting camps in Rakhine state. More than 135,000 people displaced during six months of ethnic conflict are living in camps in the state, the vast majority of them Rohingyas.