মংডূ,আরাকান।রোহিঙ্গা দোকান মালিক যারা তাদের দোকানপাঠ চালাচ্ছেন না মংডুতে তারা তা হারাবেন বলে জানান একজন দোকান মালিক।
“জুন ৮ থেকে মার্কেট বন্ধ হয়ে আছে এবং কতৃপক্ষ তার যত্ন নিচ্ছেন না গত বছর থেকে যখন দোকান মালিকরা সংস্কারের দাবি তুলেছিলেন।”
“এই বছর রোহিঙ্গা ও রাখাইনদের মধ্যে সংঘর্ষের কারণে মার্কেট বন্ধ করা হয়েছিল এবং বৃষ্টির কারণে মালিকেরা তাদের দোকান
নিয়ন্ত্রন করতে পারেন নি,বৃষ্টি দোকানে ঢুকে সমস্ত জিনিসপত্র নষ্ট করেছে বিশেষ করে কাপড়ের দোকানগুলো।
কতৃপক্ষ আজ সকালে মার্কেট খুলেছে সন্ধ্যা পর্যন্ত তা খোলা ছিল,যখন দোকান মালিকেরা তাদের দোকান পরীক্ষা করে
তখন তারা দেখেন যে তাদের অধিকাংশ দোকান এর মালামাল নষ্ট হয়ে গিয়েছে কিন্তু কতৃপক্ষ মার্কেট থেকে ঘরে শূকানোর জন্য ভেজা জিনিসপত্র ও কাপড় আনতে দিচ্ছে না,ফলে তারা ক্ষতির সম্মুখীন হবেন।
কতৃপক্ষ দোকান মালিকদের ঘরে কেবল ৫০০০০০ ক্যত করে নিয়ে যেতে দেন,কিন্তু মাত্র এই পরিমান ক্যত নিয়ে
জীবনযাপন করা সমস্যা।
Source KPN
“জুন ৮ থেকে মার্কেট বন্ধ হয়ে আছে এবং কতৃপক্ষ তার যত্ন নিচ্ছেন না গত বছর থেকে যখন দোকান মালিকরা সংস্কারের দাবি তুলেছিলেন।”
“এই বছর রোহিঙ্গা ও রাখাইনদের মধ্যে সংঘর্ষের কারণে মার্কেট বন্ধ করা হয়েছিল এবং বৃষ্টির কারণে মালিকেরা তাদের দোকান
নিয়ন্ত্রন করতে পারেন নি,বৃষ্টি দোকানে ঢুকে সমস্ত জিনিসপত্র নষ্ট করেছে বিশেষ করে কাপড়ের দোকানগুলো।
কতৃপক্ষ আজ সকালে মার্কেট খুলেছে সন্ধ্যা পর্যন্ত তা খোলা ছিল,যখন দোকান মালিকেরা তাদের দোকান পরীক্ষা করে
তখন তারা দেখেন যে তাদের অধিকাংশ দোকান এর মালামাল নষ্ট হয়ে গিয়েছে কিন্তু কতৃপক্ষ মার্কেট থেকে ঘরে শূকানোর জন্য ভেজা জিনিসপত্র ও কাপড় আনতে দিচ্ছে না,ফলে তারা ক্ষতির সম্মুখীন হবেন।
কতৃপক্ষ দোকান মালিকদের ঘরে কেবল ৫০০০০০ ক্যত করে নিয়ে যেতে দেন,কিন্তু মাত্র এই পরিমান ক্যত নিয়ে
জীবনযাপন করা সমস্যা।
Source KPN
Comments
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=8EVHaBDAQ_Q