Skip to main content

'Rohingya' men held in Dhaka


Sun, Sep 11th, 2011 1:13 pm BdST

Dhaka, Sept 11 (bdnews24.com) — Six Rohingya men bearing fake Bangladeshi passports have been arrested at Hazrat Shahjalal International Airport when they have tried to pass the immigration to go to Saudi Arabia. 


They were arrested around 8:30pm on Sunday, Dhaka Metropolitan Police's senior assistant  
superintendent Selim Khan told bdnews24.com Selim said their passports had fake address,
 and one of their associates 'Raisul' was also arrested. 

"We've interrogated them. They admitted that they are not citizens of Bangladesh," the police officer said. 


He said it was confirmed that they belonged to Rohingya community. According to their passports, they are Mujibul Haque, Milon Mia, Ahmad Ali, Abbas Ali, Alamgir Hossain and 'Anwar'. 
The police officer said preparations to file a case against them were underway. 

Rohingya people are minority Muslims from the Arakan state of neighbouring Myanmar, who have been fleeing to Bangladesh to escape persecution from the military junta since 1978. 

Tens of thousands of Rohingya people have camped in Cox's Bazar and Bandarban, and many of them have spread across the country. Several illegal camps have been set up in the districts, mostly in Cox's Bazar, and international agencies such as UNHCR and Medicine Sans Frontiers provide them with rationing and other facilities despite the government's reservation. 

A process to repatriate them has been stalled because of weak diplomatic effort by Bangladesh amid Myanmar's reluctance to take them back. 

Allegations have it that many of them have even enrolled as Bangladeshi voters. 

Comments

Popular posts from this blog

রোহিঙ্গা শরণার্থীদের কোনো ভবিষ্যৎ নেই

বাংলাদেশের আশ্রয়শিবিরে বসবাসকারী রোহিঙ্গা শরণার্থীদের কোনোই ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন রোহিঙ্গা বিষয়ক আইনজীবী রাজিয়া সুলতানা। তিনি এই আশ্রয়শিবিরকে চিড়িয়াখানার সঙ্গে তুলনা করেছেন এবং রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য একটি উপযুক্ত কৌশল নির্ধারণের আহ্বান জানিয়েছেন। কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্টারন্যাশনাল ওমেন অব কারেজ এওয়ার্ড (আইডব্লিউসিএ) পুরস্কার পান রাজিয়া সুলতানা। সাহসিকতা দেখানোর জন্য সারা বিশ্ব থেকে বাছাই করা ১০ জন নারীকে এ পুরস্কার দেয়া হয়।  রাজিয়া সুলতানার একটি সাক্ষাৎকার নিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তাতে তিনি রোহিঙ্গাদের পরিণতি নিয়ে হতাশা প্রকাশ করেন। রাজিয়া সুলতানা বলেন, মিয়ানমারের মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে আশার অভাব রয়েছে। ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের সেনাবাহিনীর নৃশংস নির্যাতনের ফলে তারা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। রাজিয়া সুলতানা বলেন, এই আশ্রয় শিবিরে যত বেশি সময় শরণার্থীরা থাকবেন ততই পরিস্থিতির অবনতি ঘটতে থাকবে। ওই সাক্ষাৎকারে তিনি আরো বলেন, হ্যাঁ, এ কথা সত্য যে, শরণার্থীরা খাবার পাচ্ছে। কিন...

Refugee Poem

The Refugee   I suffered.                From violence And discrimination.                                 Fear in children’s eyes                             Tearing my heart.      I anguished                         Brain tortured, Heart bleeding guts screaming. Not daring.   I thirsted.                       For trust given, received.                             I hungered.                                 For freedom                  ...

Burma camp for Rohingyas 'dire' - Valerie Amos

Muslim Rohingya people in Mayebon Internally Displaced Persons (IDP) camp in Mayebon township in the western Myanmar Rakhine state on November 1, 2012 The UN's top humanitarian official has said conditions for displaced Burmese Muslim Rohingyas are "dire", and called on Burma to improve them. Valerie Amos made the comments after visiting camps in Rakhine state. More than 135,000 people displaced during six months of ethnic conflict are living in camps in the state, the vast majority of them Rohingyas.