Skip to main content

42 Rohingyas pushed back

 Rohingya Muslims from Myanmar are kept under watch by Bangladeshi security officials in Teknaf on June 18, 2012.

Teknaf, Bangladesh: Border Guard Bangladesh (BGB) arrested 42-Rohingya from different points of Burma-Bangladesh border and pushed back to Burma on March 29, according to BGB official.  “42 Rohingyas were arrested from Burma-Bangladesh border points by BGB after being conducted operation while they were crossing border secretly.”

Among the arrestees, 24 males, 10 women including 8 children, they were arrested from the various points of border —Taungbro, Gumdum, Balukhali, Palongkhali– under the Cox’s Bazar district, according to an aide of BGB.

The arrestees are from Maungdaw and Buthidaung Townships of Arakan State, Burma.

They crossed the border to take shelter in Bangladesh after crossing the Naff River because of acute of human rights violation against them in Arakan State. Despite pressure of international community, the Burmese pseudo- civilian government takes no heed and continues its plans and programs against the Rohingya community, a said a trader from Maungdaw Town preferring not to be named.

In Arakan State, Rohingyas are not being given permission to go from one place to another and are confined in their villages. They have no jobs, no money to support their family members. Now, they are starving.

Commanding Officer of BGB-42 Battalion in Teknaf Lt Col Jahid Hasan and Commanding officer of 17-Battalion in Cox’s Bazar Lt Col Mohammad Khalequzzaman confirmed that the law enforcing authority pushed back the arrested Rohingyas to Burma.

Source KPN:

Popular posts from this blog

রোহিঙ্গা শরণার্থীদের কোনো ভবিষ্যৎ নেই

বাংলাদেশের আশ্রয়শিবিরে বসবাসকারী রোহিঙ্গা শরণার্থীদের কোনোই ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন রোহিঙ্গা বিষয়ক আইনজীবী রাজিয়া সুলতানা। তিনি এই আশ্রয়শিবিরকে চিড়িয়াখানার সঙ্গে তুলনা করেছেন এবং রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য একটি উপযুক্ত কৌশল নির্ধারণের আহ্বান জানিয়েছেন। কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্টারন্যাশনাল ওমেন অব কারেজ এওয়ার্ড (আইডব্লিউসিএ) পুরস্কার পান রাজিয়া সুলতানা। সাহসিকতা দেখানোর জন্য সারা বিশ্ব থেকে বাছাই করা ১০ জন নারীকে এ পুরস্কার দেয়া হয়।  রাজিয়া সুলতানার একটি সাক্ষাৎকার নিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তাতে তিনি রোহিঙ্গাদের পরিণতি নিয়ে হতাশা প্রকাশ করেন। রাজিয়া সুলতানা বলেন, মিয়ানমারের মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে আশার অভাব রয়েছে। ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের সেনাবাহিনীর নৃশংস নির্যাতনের ফলে তারা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। রাজিয়া সুলতানা বলেন, এই আশ্রয় শিবিরে যত বেশি সময় শরণার্থীরা থাকবেন ততই পরিস্থিতির অবনতি ঘটতে থাকবে। ওই সাক্ষাৎকারে তিনি আরো বলেন, হ্যাঁ, এ কথা সত্য যে, শরণার্থীরা খাবার পাচ্ছে। কিন...

Refugee Poem

The Refugee   I suffered.                From violence And discrimination.                                 Fear in children’s eyes                             Tearing my heart.      I anguished                         Brain tortured, Heart bleeding guts screaming. Not daring.   I thirsted.                       For trust given, received.                             I hungered.                                 For freedom                  ...

Burma camp for Rohingyas 'dire' - Valerie Amos

Muslim Rohingya people in Mayebon Internally Displaced Persons (IDP) camp in Mayebon township in the western Myanmar Rakhine state on November 1, 2012 The UN's top humanitarian official has said conditions for displaced Burmese Muslim Rohingyas are "dire", and called on Burma to improve them. Valerie Amos made the comments after visiting camps in Rakhine state. More than 135,000 people displaced during six months of ethnic conflict are living in camps in the state, the vast majority of them Rohingyas.