টেকনাফ বাংলাদেশ।কেরামত আলী নামে একজন জানান, টেকনাফ ও বার্মার মধ্যবর্তী সীমান্ত বানিজ্য ও স্থল বন্দর
৮০ দিন পর চাল্য হয়েছে,গত ৮ জুন সাম্প্রদায়িক দাঙার কারণে এটি বন্ধ ছিল।
গতকাল সকাল ১০টা৪৫ এর দিকে ৪৯ জন যাত্রী নিয়ে দুইটি ট্রলার বার্মা থেকে বাংলাদেশে আসে এবং ৩৬ জন যাত্রী
নিয়ে আরেকটি ট্রলার ছেড়ে যায়।
উভয়দেশের জনগন দীর্ঘদিন ধরে এরকম যাওয়া আসা করে আসছে কিন্তু সম্প্রতি দাঙার ফলে এটি বন্ধ ছিল।
নাসাকা ও বিজিবি উভয় পক্ষ এই ব্যাপারে খুশি এই জন্য যে এরকম যাওটা আসা পুনরায় শূরু হয়েছে এবং বাংলাদেশে
ক্যাম্পে থাকা তাদের আত্নীয়দের মংডু এর বাসিন্দারা দেখতে পারবেন।
এছাড়া একজন রাখাইন তরুন দুইজন বাঙালী পর্যটককে গ্রেফতার করেন যখন সে কামবাজা দিয়ে হেটে যাচ্ছিল যা প্রমান
করে রাখাইনরা রোহিঙাদের উপর নির্যাতন চালিয়েছে।
Source by KPN
৮০ দিন পর চাল্য হয়েছে,গত ৮ জুন সাম্প্রদায়িক দাঙার কারণে এটি বন্ধ ছিল।
গতকাল সকাল ১০টা৪৫ এর দিকে ৪৯ জন যাত্রী নিয়ে দুইটি ট্রলার বার্মা থেকে বাংলাদেশে আসে এবং ৩৬ জন যাত্রী
নিয়ে আরেকটি ট্রলার ছেড়ে যায়।
উভয়দেশের জনগন দীর্ঘদিন ধরে এরকম যাওয়া আসা করে আসছে কিন্তু সম্প্রতি দাঙার ফলে এটি বন্ধ ছিল।
নাসাকা ও বিজিবি উভয় পক্ষ এই ব্যাপারে খুশি এই জন্য যে এরকম যাওটা আসা পুনরায় শূরু হয়েছে এবং বাংলাদেশে
ক্যাম্পে থাকা তাদের আত্নীয়দের মংডু এর বাসিন্দারা দেখতে পারবেন।
এছাড়া একজন রাখাইন তরুন দুইজন বাঙালী পর্যটককে গ্রেফতার করেন যখন সে কামবাজা দিয়ে হেটে যাচ্ছিল যা প্রমান
করে রাখাইনরা রোহিঙাদের উপর নির্যাতন চালিয়েছে।
Source by KPN
Comments